বিনোদন ডেস্ক: প্রতিবেশীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বলিউডের সুলতান সালমান খান। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন কেতন কক্কড় নামের এই প্রতিবেশি।
সালমান খানের পক্ষ থেকে মুম্বাইয়ের সিটি সিভিল কোর্টে অভিযোগ জানান তাঁর আইনজীবী।
আইনজীবী জানান, সোশ্যাল মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে ওই ব্যক্তি সালমান খানের নামে আপত্তিকর মন্তব্য করেছেন। এর জন্য তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি, ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই সম্পর্কিত কনটেন্টগুলি সরিয়ে ফেলতে হবে। নিজের অভিযোগে কেতনসহ আরও দু’জনের নাম উল্লেখ করেছেন সালমান। যাঁরা এই সাক্ষাৎকারের ভিডিওতে যুক্ত ছিলেন বলে শোনা গিয়েছে।
আগামী ২১ জানুয়ারি প্রতিবেশীর বিরুদ্ধে করা এই মানহানির মামলার শুনানির পরবর্তী দিন হিসেবে ধার্য করেছেন। সেদিনই সালমানের অভিযোগের প্রেক্ষিতে কেতন কক্করকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাসী ভারতীয় কেতন কক্কর। অবসরের পর ভারতে থাকার পরিকল্পনা নিয়ে এসেছেন তিনি। সালমার খানের পানভেলের ফার্ম হাউসের পিছনে একটি জমি রয়েছে এই প্রতিবেশীর। কেতনের অভিযোগ ছিল, সেই জমিতে যাওয়ার রাস্তা ব্লক করে দিয়েছেন সালমান। আর তা নিয়েই ঝামেলার সূত্রপাত। যদিও সালমানের পক্ষ থেকে নাকি দাবি করা হয়েছে, কেতনের নথিপত্রে সমস্যা থাকাতেই নাকি প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপর থেকেই কেতন সালমানের নামে আপত্তিকর মন্তব্য করে চলেছেন। এর প্রতিকার চান ভাইজান।-সংবাদ প্রতিদিন
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel