জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে এসে বিক্ষুব্ধ নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু।
রবিবার রাজধানীর শেরেবাংলাস্থ চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এ ঘটনা ঘটে।
দেখা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির ১৫ থেকে ২০ জন নেতাকর্মীরা মুন্সি বজলুল বাসিদ আঞ্জুর উপর হঠাৎ করে আক্রমণ করে। এসময় তারা আঞ্জুকে কিল-ঘুষি ও লাথি মারে। আর ধাক্কাধাক্কির এক পর্যায়ের আঞ্জুর পাঞ্জাবি ছেড়ে যায়।
জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বাণিজ্য নিয়ে অনেক দিন ধরেই আঞ্জুর সাথে নেতাকর্মীদের দ্ধন্ধ চলছিল। আর কমিটি বানিজ্যের দ্বন্ধের কারণেই আজ এই ঘটনা ঘটছে বলেও জানা গেছে। ভিডিও : সংগৃহীত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।