জুমবাংলা ডেস্ক : বৈশ্বিক বেঞ্চমার্ক প্রতি ব্যারেল অপরিশোধিত ব্রেন্টের দাম উঠেছে ৮১ ডলারের ওপরে। যুক্তরাষ্ট্রে চাহিদা বেড়েছে। সেই সঙ্গে বিশ্বের অন্যতম দুই শীর্ষ উৎপাদনকারী লিবিয়া ও নাইজেরিয়ার সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে জ্বালানি পণ্যটির দর ঊর্ধ্বমুখী রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বৃহস্পতিবার (১৩ জুলাই) লিবিয়ার উপজাতিদের বিক্ষোভের মুখে সেখানে কয়েকটি তেলক্ষেত্র বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির সাবেক এক মন্ত্রীকে অপহরণের প্রতিবাদে এ মিছিল করেন তারা।
এছাড়া একটি টার্মিনালে সম্ভাব্য ফুটো হওয়ার কারণে নাইজেরিয়ার ফোরকাডোস অপরিশোধিত তেল বোঝাই স্থগিত করেছে বিশ্বখ্যাত কোম্পানি শেল।
এদিকে, তেলের রপ্তানি উল্লেখযোগ্য হারে কমিয়েছে রাশিয়া। সামনের দিনে এ ধারা অব্যাহত থাকতে পারে। ফলে জ্বালানি পণ্যটির দর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এ প্রেক্ষাপটে স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রডের প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৮১ ডলার ০৬ সেন্টে। আর ফিউচার মার্কেটে ব্যারেলপ্রতি অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম হয়েছে ৭৬ ডলার ৫৫ সেন্ট।
ইতোমধ্যে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এবং অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কাউন্ট্রিজ (ওপেক) ভবিষ্যদ্বাণী করেছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে বিশ্বজুড়ে তেলের চাহিদা বাড়বে। বিশেষ করে বিশ্বের দ্বিতীয় ভোক্তা দেশ চীনে। এতে পণ্যটির দর আরও বৃদ্ধি পাবে।
শুক্রবার (১৪ জুলাই) ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক এক গবেষণা নোটে জানিয়েছে, ওপেকের পূর্বাভাস আশা করেছিল তারা। এটি যদি বাস্তবায়িত হয়, তাহলে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে উঠবে।
ক্রেতাদের উদ্দেশে তারা বলে, মার্কিন মুদ্রা ডলারের ব্যাপক অবনমন ঘটছে। তেলের দাম যা বাড়িয়ে চলেছে। এটি অব্যাহত থাকতে পারে।
এরই মধ্যে ইউএস মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। এতে শিগগিরই সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে প্রধান বৈশ্বিক মুদ্রার বাজার চাপে পড়বে। এতে তেলের মূল্য আরও ঊর্ধ্বমুখী হবে।
ইতোমধ্যে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব উত্তোলন হ্রাসের ঘোষণা দিয়ে রেখেছে। ২০২৩ সালের শেষ পর্যন্ত তা চালিয়ে যাবে দেশটি। ফলে অপরিশোধিত জ্বালানি পণ্যের দাম ঊর্ধ্বগামীই থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।