আন্তর্জাতিক ডেস্ক : ‘দেশের মঙ্গলের জন্য’ প্রত্যেক নারীকে ছয়টি করে সন্তান জন্ম দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
আগামী ৮ মার্চ (রোববার) ‘আন্তর্জাতিক নারী দিবস’ সামনে রেখে জাতীয়ভাবে নারীদের জন্য স্বাস্থ্য সচেতনতা পরিকল্পনা প্রচারে অংশ নিয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে এ আহ্বান জানান মাদুরো। এ সময় নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘জন্ম দিন, জন্ম দিন’।
যদিও অর্থনৈতিক মন্দায় পড়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশটি খাদ্য এবং ওষুধের ঘাটতিতে রয়েছে।
স্বাস্থ্য সচেতনতা পরিকল্পনা প্রচারে আসা এক নারীকে উদ্দেশ্য করে ওই অনুষ্ঠানে মাদুরো বলেন, ছয়টি সন্তান জন্ম দেওয়ার জন্য সৃষ্টিকর্তা যেন আপনাকে কৃপা করেন। এ সপ্তাহ নারীদের জন্য উল্লেখ করে প্রেসিডেন্ট মাদুরে বলেন, দেশের মঙ্গলের জন্য প্রত্যেক নারীর ছয়টি করে সন্তান থাকা উচিত।
২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে ভেনেজুয়েলার শতকরা ১৩ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।