আপনি যদি সর্বপ্রথম একটি ডিজিটাল ক্যামেরা ক্রয় করে থাকেন তাহলে আপনাকে বেশ কিছু প্রয়োজনীয় বিষয় মাথায় রাখতে হবে। আজকের আর্টিকেলে আপনার লেন্স এবং ক্যামেরা সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হবে।
সাধারণত ক্যামেরার লেন্সটি পরিবর্তন করা যায় এবং প্রয়োজন অনুযায়ী খুলে আবার লাগানো যায়। লেন্স খোলার আগে আপনার ক্যামেরা অবশ্যই বন্ধ করে নিবেন। লেন্স আবার ক্যামেরায় লাগানোর পর আপনি ক্যামেরাটি চালু করতে পারেন।
এ সময় ব্যাটারি এবং মেমোরি কার্ড এর দরজা বন্ধ করে নিন। ক্যামেরার সেন্সরে যেন ধুলাবালি না ঢুকে সে ব্যাপারে সতর্ক হোন। তাই ক্যামেরা সেন্সরের শাটারটি বন্ধ করে নেওয়াই ভালো।
সব সময় চেষ্টা করবেন যেন দশ সেকেন্ডের বেশি সেন্সরটি উন্মুক্ত না থাকে। সেন্সর যদি উন্মুক্ত করতে হয় তাহলে খেয়াল রাখবেন আশেপাশে বেশি বাতাস যেন না থাকে।
আপনি সন্তুষ্ট থাকতে পারেন কারণ আপনার ক্যামেরা যে কোন স্মার্টফোন থেকে ভালো মানের ছবি তুলতে সক্ষম। তবে এজন্য লেন্স সবসময় পরিষ্কার রাখতে হবে। তা না হলে ছবি কিছুটা ঝাপসা আসতে পারে।
ডিজিটাল ক্যামেরায় সাধারণত অনেক ফিচার এবং অপশন থাকে। আপনি সব ফিচার এবং অপশন বুঝে বুঝে টেস্ট করে দেখতে পারেন। আপনি যদি ব্লার হওয়া ব্যাকগ্রাউন্ড পছন্দ করেন তাহলে সেটাও সম্ভব।
তবে আপনার ক্যামেরায় শুরু থেকে যে সেটিং অপশন দেওয়া থাকে সেটা যে কোন অবস্থা্য এবং যেকোনো পরিস্থিতিতে ছবি তোলার জন্য যথেষ্ট। আপনার ক্যামেরায় বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট থাকবে। তবে JPEG ফরম্যাট সবথেকে ভালো।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel