প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেতে চলেছে ইতালি

ইতালি

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোটে নিজেকে জয়ী দাবি করেছেন কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি। বুথ ফেরত জরিপেও একই আভাস মিলেছে। আর এর মধ্য দিয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে চলেছে ইতালি।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, বুথ ফেরত জরিপের বিষয়টি নিশ্চিত হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনিই প্রথম ইতালিতে কট্টর ডানপন্থী সরকার গঠন করবেন। মেলোনি ইতালির উগ্র ডানপন্থী ব্রাদার্স অব ইতালি পার্টির নেতৃত্ব দিচ্ছেন। অন্য দুটি ডানপন্থী দল মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে জোট সরকার গঠন করতে পারে দলটি।

স্থানীয় সময় রোববার ভোর পাঁচটায় পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, চলে রাত ১১টা পর্যন্ত। নির্বাচনে দেশটির ৫ কোটি ১০ লাখ ভোটার তাঁদের রায় দিয়েছেন, যাদের ২৬ লাখ এবারই প্রথম ভোট দিয়েছেন।
ইতালি
বিভিন্ন জনমত জরিপে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ব্রাদার্স পার্টি এগিয়ে ছিল। বুথ ফেরত জরিপ অনুযায়ী, ২২ থেকে ২৬ শতাংশ ভোটে জিতবেন মেলোনি। প্রতিদ্বন্দ্বী বামপন্থী এনরিকো লেত্তার চেয়ে অনেক এগিয়ে রয়েছেন তিনি।

ইতালি ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। সম্প্রতি সুইডেনের নির্বাচনে কট্টর ডানপন্থীদের জয়ের পর ইতালিও ডানপন্থী সরকার পাচ্ছে কি না, সেদিকে নজর রাখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউক্রেন ইস্যুতে জর্জিয়া মেলোনি রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞাকে সমর্থন করেন। এবার তাঁর চ্যালেঞ্জ নিজের ফ্যাসিবাদের তকমা দূর করা। যদিও নির্বাচনী প্রচারে ফ্যাসিস্ট স্লোগান দিতে দেখা গেছে মেলোনিকে। তিনি কথা বলেছেন এলজিবিটি বিষয়ক নীতির বিরুদ্ধে। এ ছাড়া অভিবাসন বন্ধে লিবিয়ায় নৌ অবরোধের পক্ষে অবস্থান তাঁর।

মেয়েকে খাইয়ে দেবে ‘মা রোবট’! দিনমজুর বাবার চমক