Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home প্রথমবারের মতো রোবটের সাহায্যে পৃথিবী থেকে মহাকাশে অস্ত্রোপচার
    বিজ্ঞান ও প্রযুক্তি

    প্রথমবারের মতো রোবটের সাহায্যে পৃথিবী থেকে মহাকাশে অস্ত্রোপচার

    জুমবাংলা নিউজ ডেস্কFebruary 15, 20243 Mins Read
    Advertisement

    বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর বুকে বসে মহাশূন্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রোবটের সাহায্যে অস্ত্রোপচার করেছেন বিজ্ঞানীরা। শূন্য অভিকর্ষে এই প্রথম কোনো অস্ত্রোপচার করা হলো, তাও আবার রোবটের সাহায্যে। অস্ত্রোপচার করা রোবটটিকে মূলত পৃথিবী থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    প্রথমবারের মতো রোবটের সাহায্যে পৃথিবী থেকে মহাকাশে অস্ত্রোপচার
    মিরা রোবট। ছবি: সিএনএন

    মূলত এক ধরনের সিমুলেটেড টিস্যুর ওপর খুবই ছোট আকারের অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার করা এই ছোট রোবটটির নাম স্পেস মিরা বা এমআইআরএ অর্থাৎ মিনিয়েচারাইজড ইন ভিভো অ্যাসিস্ট্যান্ট। পৃথিবীর মাটি থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে মহাশূন্যে অবস্থিত ঘূর্ণমান একটি গবেষণাগারে অস্ত্রোপচারটি সম্পন্ন করে মিরা। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার লিনকন থেকে একদল গবেষক এই অস্ত্রোপচারে নির্দেশনা দেন।

    বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে যদি কখনো মহাশূন্য ভ্রমণের সময় কোনো নভোচারীর জরুরি চিকিৎসার প্রয়োজন হয় সে ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা বা অস্ত্রোপচারের ক্ষেত্রে এটি একটি বিশাল মাইলফলক। এমনকি পৃথিবীর দূরের কোনো প্রান্তে যেখানে এখনো চিকিৎসা সেবা পৌঁছায়নি সেখানেও জরুরি অস্ত্রোপচার বা চিকিৎসার ক্ষেত্রে এই ঘটনা একটি দারুণ সুযোগ সৃষ্টির পথ খুলে দিয়েছে।

    মিরার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভার্চুয়াল ইনসিশনের চিফ টেকনোলজি অফিসার শেন ফ্যারিটর জানান, মাত্র ২ পাউন্ড বা ৯০০ গ্রাম ওজনের এই রোবটটিকে শূন্য অভিকর্ষে চলার মতো করে তৈরি করা হয়েছে। এ ছাড়া মানুষের দেহে ছোটখাটো কাটাছেঁড়া করতে পারে এমন কিছু যন্ত্রও জুড়ে দেওয়া হয়েছে এতে। এই রোবটটি ঠিক মানুষের মতো করেই নড়াচড়া করতে পারে। এই রোবটের ডান হাতটি মূলত কাটাছেঁড়ার যন্ত্র ধরে রাখে এবং বাম হাতটি সংশ্লিষ্ট বস্তু বা অঙ্গকে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়।

    শেন ফ্যারিটর বলেন, ‘এটি (মিরা রোবট) সার্জনদের জন্য অতিরিক্ত হাত ও চোখ হিসেবে কাজ করে এবং পৃথিবী থেকেই নিয়ন্ত্রণের মাধ্যমে মহাশূন্যে ছোট পরিসরে দ্রুত অস্ত্রোপচার করার সুযোগ দেয়।’ শেন এই রোবটটি তৈরি করতে বিগত ২০ বছর ধরে কাজ করেছেন।

    এর আগে, চলতি বছরের ৩০ জানুয়ারি স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনভিরাল স্পেস ফোর্স স্টেশন থেকে যাত্রা শুরু করে মিরা এবং একদিন পর ১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়।

    গত শনিবার মিরা এই অস্ত্রোপচারটি সম্পন্ন করে। মূলত রাবার ব্যান্ডের সাহায্যে তৈরি এক ধরনের সিমুলেটেড টিস্যুর ওপর অস্ত্রোপচার সম্পন্ন করে মিরা। এ ক্ষেত্রে মিরা এক হাতে ওই সিমুলেটেড টিস্যু ধরে ছিল এবং অপর হাতে সেটিতে ব্যবচ্ছেদ করেছে। শেন ফ্যারিটর জানিয়েছে, তাঁরা পর্যবেক্ষণ করেছে—মিরাকে যা নির্দেশ দেওয়া হয়েছিল সেটি সে অনুসারেই কাজ করেছে এবং প্রতিবার সেটি নির্দেশিত টিস্যুকেই ব্যবচ্ছেদ করেছে। তিনি আরও বলেন, ‘আপাতদৃষ্টিতে আমাদের মিশন সফল।’

    তবে এই অস্ত্রোপচারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা মনে করা হচ্ছিল, রোবটটির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সম্ভাব্য বিলম্ব অর্থাৎ পৃথিবী থেকে রোবটটিকে নির্দেশ দেওয়ার পর তা কতক্ষণ পর মিরার কাছে পৌঁছায় সেই সমস্যা কাটিয়ে ওঠাকে। বিজ্ঞানীরা দেখেছেন, এ ক্ষেত্রে মাত্র দশমিক ৮৫ সেকেন্ড বিলম্ব হয়।

    এ বিষয়ে কোলোরেক্টাল সার্জন ড. মিশেল জবস্ট বলেন, ‘একজন মানুষের ক্ষেত্রে যদি রক্তপাত হয় তবে অবিলম্বে তা বন্ধ করা আমার কাজ। কিন্তু রক্তপাত হওয়া ও তারপর তা বন্ধ করার মধ্যে যদি ৮০০ থেকে ৮৫০ মিলিসেকেন্ডের ব্যবধান থাকে তবে তা আসলে একজন রোগীর জন্য আশঙ্কাজনক হয়ে দাঁড়াবে।’ ড. মিশেল জবস্ট মানুষের ওপর মিরা রোবট ব্যবহার করে অস্ত্রোপচার করা প্রথম সার্জনদের একজন।

    ড. জবস্ট আরও বলেন, ‘একজন রোগীর ক্ষেত্রে মাত্র ৫ সেকেন্ড দেরিই মহাবিপর্যয় ডেকে আনতে পারে এবং এক সেকেন্ডের ভগ্নাংশ বা আধ সেকেন্ডই তাঁর জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই বিলম্ব আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অস্ত্রোপচার থেকে পৃথিবী প্রথমবারের প্রযুক্তি বিজ্ঞান মতো মহাকাশে রোবটের সাহায্যে
    Related Posts
    হোয়াটসঅ্যাপে

    হোয়াটসঅ্যাপে এই ৩ ধরনের বার্তা দেখলেই মুছে ফেলবেন

    July 20, 2025
    মহাকাশে মানুষের অবদান

    মহাকাশে মানুষের অবদান: অনন্য ইতিহাস ও ভবিষ্যতের স্বপ্ন

    July 20, 2025
    ল্যাপটপ কেনার আগে

    ল্যাপটপ কেনার আগে যেটা জানা জরুরি:জরুরি গাইড

    July 20, 2025
    সর্বশেষ খবর
    Biya

    বিয়ের আগে সঙ্গীকে এই বিষয়গুলো না জানালেই বিপদ

    144 Dhara

    গোপালগঞ্জে কারফিউ শেষে আবার ১৪৪ ধারা জারি

    ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন

    ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন

    বরফ

    কোন জিনিস যা ঠান্ডাতেও গলে যায়? ৯০% মানুষ উত্তর দিতে পারেননি

    হোয়াটসঅ্যাপে

    হোয়াটসঅ্যাপে এই ৩ ধরনের বার্তা দেখলেই মুছে ফেলবেন

    marriage

    এক কনেকে বিয়ে করলেন দুই ভাই, তিনদিন ধরে হলো উৎসব

    ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে

    ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে প্রাণ গেলো ৩৪ জনের

    ট্রাভেল ব্লগ লেখার টিপস

    ট্রাভেল ব্লগ লেখার টিপস: সহজ গাইডে সফলতার সন্ধান

    কোরআন শিক্ষার সহজ পদ্ধতি

    কোরআন শিক্ষার সহজ পদ্ধতি: শুরু করুন আজই! আপনার আধ্যাত্মিক যাত্রার সোপান

    জেলা প্রশাসকের কার্যালয়

    কম্পিউটার অপারেটর পদে ৮৬ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.