প্রথমবারের মতো ২০০ ওয়াটের ফার্স্ট চার্জিং ফিচার নিয়ে আসছে IQOO 10 Pro

প্রথমবারের মতো ২০০ ওয়াটের ফার্স্ট চার্জিং ফিচার নিয়ে বাজারে আসছে IQOO 10 Pro। এর আগে কোন স্মার্টফোনেই ২০০ ওয়াটের ফার্স্ট চার্জিং ফিচার ছিলো না।

IQOO এর ভ্যানিলা মডেলও রিলিজ করা হয়েছে। তবে এটি ১২০ ওয়াটের ফার্স্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। ২০০ ওয়াট নয়। IQOO 10 PRO তে ৪৭০০ মেগাহার্জের ব্যাটারি ইন্সটল করা থাকবে। এই ব্যাটারি ২টি সেলে বিভক্ত থাকবে।

স্মার্টফোনটি ১০ মিনিটের মধ্যেই ফুল চার্জ করে ফেলতে সক্ষম। চার্জারটি বক্সের মধ্যেই পেয়ে যাবেন। আর সাথে ১.৫ মিটারের ইউএসবি টাইপ সি ক্যাবলটি সাথেই থাকবে।

IQOO স্মার্টফোনটি Wireless Charging ও Reverese Charging ২টি অপশনই চালু আছে। তবে তারবিহীন চার্জের ফার্স্ট চার্জিং ৫০ ওয়াটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

স্ন্যাপড্রাগনের নতুন এইট প্লাস জেন ওয়ান প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটির র‍্যাম ৮ জিবি ও স্টোরেজ ২৫৬ জিবি। এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। স্ক্রিনের সাইজ ৬.৭৮ ইঞ্চি। মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। স্মার্টফোনটির দাম ৭০ হাজার টাকা।

IQOO 10 প্রো মডেল থেকে স্ট্যান্ডার্ড মডেল এর দাম তুলনামূলকভাবে কম। তবে এখানে কিছু ফিচারের ঘাটতিও থেকে যাবে। স্মার্টফোনটির ২টি ভ্যারিয়েন্ট থাকবে। ১ম ভ্যারিয়েন্টটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ও ২য় ভ্যারিয়েন্টটি ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি র‍্যাম। সেপ্টেম্বরের ২৯ তারিখে উপমহাদেশে মোবাইলটি রিলিজ হতে যাচ্ছে।