মিডিয়াটেক এবং কোয়ালকমের প্রসেসর নিয়ে শীঘ্রই Xiaomi 12T এবং 12T Pro স্মার্টফোন মার্কেটে আসতে যাচ্ছে। এ দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
Xiaomi 12T এবং 12T Pro স্মার্টফোন দুটি অক্টোবরের মধ্যেই মার্কেটে আসবে বলে ধারণ করা হচ্ছে। একটি অনলাইন নিউজ রিপোর্টে এ স্মার্টফোন এর বিস্তারিত স্পেসিফিকেশনের তথ্য পাওয়া যায়। তবে আগ্রহী ক্রেতারা শাওমি 12T Pro স্মার্টফোন নিয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছিল।
এই স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চির এমোলেড প্যানেলের ডিসপ্লে থাকবে। স্ক্রিনের রেজুলেশন হবে ২৭১২*১২২০। শাওমির এ ডিভাইসে ১২০ হার্জ রেজুলেশনের ফিচার থাকবে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান প্রসেসর দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। LDDR5 প্রযুক্তির 12gb ram এর সাথে থাকবে ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। স্ক্রিনে কর্নিং গরিলা গ্লাস এর প্রটেকশন দেওয়া থাকবে।
Xiaomi 12T Pro স্মার্টফোনের পেছনে তিনটি ক্যামেরা লেন্স থাকবে। এর মধ্যে ২০০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স থাকবে। স্মার্টফোনটিতে ২০ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা থাকবে।
৫ হাজার মেগাহার্জের ব্যাটারির দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। সাথে থাকবে ১২০ ওয়াট এর ফাস্ট চার্জিং ফিচার থাকবে।
Xiaomi 12T স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চির এমোলেড প্যানেলের ডিসপ্লে থাকবে। স্ক্রিনে ১২০ হার্জের রিফ্রেশ রেট থাকে। ডিসপ্লেতে কর্নিং গ্লাস এর প্রটেকশন থাকবে।
মিডিয়াডেক ডাইমেনসিট ৮১০০ প্রসেসর দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। স্মার্টফোনটিতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকবে।
Xiaomi 12T স্মার্টফোনটির দাম ভারতে ৫০ হাজার রুপি ও বাংলাদেশে ৬৭ হাজার টাকা। Xiaomi 12T Pro স্মার্টফোনটির দাম ৬০ হাজার রুপি ও ৭৮ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।