প্রথমবার মায়ের সঙ্গে নানা বাড়ি গেল পরীমনির ছেলে (ভিডিও)

নানা বাড়ি গেল পরীমনির ছেলে

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজ দম্পতির পুত্র রাজ্য প্রথমবার তার নানার বাড়ি গিয়েছে। হেলিকপ্টারে করে মায়ের কোলে চড়ে নানার বাড়ি যাওয়ার চিত্র এসেছে প্রকাশ্যে।

শুক্রবার (২৪ মার্চ) বিকালে নিজের ফেসবুক আইডিতে ছেলেকে কোলে করে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশ করে পরী।

চারদিকে প্রবল হাওয়া বইছে। হেলিকপ্টারের পাখা ঘোরার শব্দ হচ্ছে জোরে। সেই হাওয়ার মাঝে পরম শান্তিতে মায়ের কোলে মাথা রেখে ঘুমোচ্ছে রাজ্য। সেই ভিডিও পোস্ট করে পরীমনি লেখেন- রাজ্য প্রথমবার মায়ের বাড়ি যায়।

এর পর আবার আরও বেশ কয়েকটি ছবি দিয়ে পরীমনি লেখেন, সারাটা পথ রাজ্য মায়ের কোলে ঘুমিয়েছিল।

কিছু দিন আগেই ধুমধাম করে ছেলের মুখে ভাতের অনুষ্ঠান করেন। নিজের ছেলের মুখে ভাত অনুষ্ঠানে অনাথ শিশুদের খাওয়ান।

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় এমন সিদ্ধান্ত নেন। পরে ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। আর গত বছরের ১১ আগস্ট তাদের কোল আলো করে জন্ম নেয় একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

উত্তাল সমুদ্রে ঝড়-তুফানের মাঝে অমি-পলাশদের এক সপ্তাহ