জুমবাংলা ডেস্ক : কাউকে প্রেমের অভিনয় করে, কাউকে চাকরির প্রলোভন দেখিয়ে ভাগিয়ে আনে। এরপর বিক্রি করে দেয় ঘর থেকে পালিয়ে আসা সেই মেয়েকে। বাধ্য করে পতিতাবৃত্তিতে। চট্টগ্রামে এমন একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এক নিখোঁজ তরুণীকে উদ্ধারে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) ভোরে নগরীর আগ্রাবাদে ভাড়া করা ফ্লাট বাসা থেকে দুই তরুণীকে উদ্ধার করে ডবলমুরিং থানা পুলিশ। একইসঙ্গে আটক করে সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বেলাল (২৫) প্রেম করে ভাগিয়ে আনে এক তরুণীকে। পরে সেই তরুণীকে বিক্রি করে দেয় বেলাল নামে আরেকজনের কাছে। তারা আগ্রাবাদে ফ্ল্যাট ভাড়া নিয়ে তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করে।’
তিনি আরও জানান, ‘একই কায়দায় তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারীদের এনে এখানে জিম্মি করে। একই ফ্ল্যাট থেকে আরও এক তরুণীকে উদ্ধার করা হয়। তাকে চাকরি দেওয়ার নামে এখানে আনে তারা। পুলিশ দুইজনকেই উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে হাসান নামে একজনকে গ্রেফতার করলেও পলাতক আছে মূলহোতাসহ ৩ জন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



