আন্তর্জাতিক ডেস্ক : প্রথম আরব হিসেবে মহাকাশে হাঁটলেন সংযুক্ত আরব আমিরাতের নভোচারী সুলতান আল নিয়াদি। সম্প্রতি মেরামতের কাজে অংশ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে এসে হাটা সম্পন্ন করেছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক নভোচারী মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) নভোচারী ফ্লাইট ইঞ্জিনিয়ার স্টিফেন বোয়েন।
পিটিআই’র এক প্রতিবেদনে সুলতান আল নিয়াদির মহাকাশে হাটার খবর দেয়া হয়েছে। বলা হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে সাত ঘণ্টারও বেশি সময় হাঁটাহাঁটি করেন সুলতান আল নিয়াদি। এ সময় মেরামতের অংশ হিসেবে আরও দুটি গুরুত্বপূর্ণ কাজও সম্পাদন করেন তিনি।
এর মধ্যে একটি কাজ এক্সট্রাভেহিকুলার অ্যাক্টিভিটি (ইভিএ) যা তিনি ফ্লাইট ইঞ্জিনিয়ার স্টিফেন বোয়েনের সঙ্গে নিয়ে সম্পন্ন করেন। এর সঙ্গে রাউটিং পাওয়ার ক্যাবল সম্পর্তিত একাধিক প্রস্তুতিমূলক কাজ ছিল যা সফলভাবে সমাপ্ত করেন তারা।
চলতি বছরের ২ মার্চ সুলতান আল নিয়াদি, নাসার স্টিফেন বোয়েন, ওয়ারেন হোবার্গ, রাশিয়ার আন্দ্রে ফেডিয়ায়েভসহ ছয় সদস্যের একটি দল স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে যাত্রা করেন।
কয়েকদিন পর স্টেশনে পৌঁছান তারা। ইতোমধ্যে প্রায় দুই মাস পার হয়েছে। এই সময়ে মহাকাশে বেশ কিছু পরীক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বয়স ৪১ বছর বয়সী সুলতান আল নিয়াদি। নিয়াদি ও তার দলের আরও চার মাস পর পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।