স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ফের মাঠে নামছে বাংলাদেশ। আজ বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবেন শান্ত-সাকিবরা।
টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, অতীতে পাকিস্তানের সাথে ১৩ টেস্ট খেলে জয়হীন বাংলাদেশ এবার চায় নতুন ইতিহাস গড়তে। গত কয়েক সিরিজে বাজে পারফর্ম করা ব্যাটিং ডিপার্টমেন্ট এবার রানে ফিরবে বলেও প্রত্যাশা টাইগার দলপতির।
অন্যদিকে, সিরিজে মোটা দাগে পাকিস্তান ফেভারিট হলেও বাংলাদেশকে ভালো দল বলছেন স্বাগতিক অধিনায়ক শান মাসুদ।
পেস সহায়ক রাওয়ালপিন্ডির উইকেটে বাংলাদেশ একাদশে রাখবে তিন পেসার। সেই সাথে দুই স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী মিরাজের থাকার সম্ভাবনাই বেশি।
পাকিস্তান একাদশে থাকবে না কোন স্পেশালিস্ট স্পিনার। শাহীন আফ্রিদি, নাসিম শাহসহ থাকবে ৪ পেসার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।