জুমবাংলা ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত চার ব্যাংকের চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নিট মুনাফা বেড়েছে। ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও উত্তরা ব্যাংক পিএলসি। তবে সিটি ব্যাংক পিএলসির নিট মুনাফা কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্র্যাক ব্যাংক: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সুদ আয় হয়েছে ১ হাজার ৭৯৫ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ২৪০ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৮৬ কোটি ৩৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩১৭ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে প্রায় ৫৩ শতাংশ।
প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৫ পয়সায়।
ইস্টার্ন ব্যাংক: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সুদ আয় হয়েছে ১ হাজার ১৫১ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৮২৪ কোটি টাকা। আলোচ্য সময়ে ইস্টার্ন ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫৪ কোটি ৬২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৪৫ কোটি ৩৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৬ দশমিক ৩৭ শতাংশ।
প্রথম প্রান্তিকে ইস্টার্ন ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৩ পয়সায়।
মিডল্যান্ড ব্যাংক: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সুদ আয় হয়েছে ১৭৩ কোটি ৪৭ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১২৫ কোটি ১৮ লাখ টাকা। আলোচ্য সময়ে মিডল্যান্ড ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৩৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৪০ দশমিক ৩৬ শতাংশ।
প্রথম প্রান্তিকে মিডল্যান্ড ব্যাংকের ইপিএস হয়েছে ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ২৮ পয়সায়।
উত্তরা ব্যাংক: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৮ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৭ টাকা ৫ পয়সায়।
সিটি ব্যাংক: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সুদ আয় হয়েছে ১ হাজার ২৭৫ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৯৪৯ কোটি টাকা। আলোচ্য সময়ে সিটি ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯২ কোটি ৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৯২ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা কমেছে দশমিক ৪০ শতাংশ।
প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের ইপিএস হয়েছে ৬৮ পয়সা, আগের হিসাব বছরেও ছিল ৬৮ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩৩ পয়সায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।