প্রথম দেশ হিসেবে যে দেশের সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন

সামরিক সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনজুড়ে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রথম কোনো দেশ হিসেবে সামরিক সহায়তা নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ালো পোল্যান্ড।

সামরিক সহায়তা

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পোল্যান্ডের পক্ষ থেকে গোলাবারুদের একটি কনভয় ইউক্রেনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিউজ ব্লাজ্যাকের।

তিনি বলেন, ‘গোলাবারুদ ইতিমধ্যেই আমাদের প্রতিবেশীদের কাছে পৌঁছে গেছে। আমরা ইউক্রেনের পাশে দাড়িয়ে রুশ হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশ করছি।’

পোল্যান্ডের পাঠানো এই সামরিক সহায়তাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বাজারে কম মূল্যে ফাস্ট চার্জিং সুবিধাসম্পন্ন আইটেল ভিশন ৩

ইউক্রেনকে ঠিক কী পরিমাণ সাহায্য পাঠানো হয়েছে তার পরিমাণ জানায়নি কোনো দেশই। আর শুধু সামরিক সহায়তায় নয়, ইউক্রেন থেকে আসা শরনার্থীদের জন্য নিজ দেশের সীমান্তও খুলে দিয়েছে পোল্যান্ড।