প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে ছবি তুলতে চান মাহি

অভিনেত্রী মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির অন্যতম সফল অভিনেত্রী মাহিয়া মাহি। তবে আপাতত সিনেমায় ব্যস্ততা কমিয়ে গাজীপুরে নিজের গড়ে তোলা রেস্তোরাঁয় সময় দিচ্ছেন তিনি। তাছাড়া বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা। গত শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। অনেক দিন পর যখন সিনেমা নিয়ে ব্যস্ত এই নায়িকা, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আচমকা দেখা গেল এক রহস্যজনক পোস্ট।
অভিনেত্রী মাহিয়া মাহি
বুধবার (১২ অক্টোবর) নিজের ফেসবুকের পোস্টে মাহি লেখেন, “প্রেগন্যান্সির উইশ নম্বর ওয়ান একদিন আমি গনতন্ত্রের মানসকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করব। তাকে জড়ায় ধরে একটা ছবি তুলবো ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, বর্তমানে দেশের ২১টি প্রেক্ষাগৃহে মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মুক্তি পেয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) মুক্তির প্রথম দিনে এই নায়িকা ব্যস্ত ছিলেন ওয়াটার কিংডমের একটি ইভেন্ট নিয়ে। সেখানে বসেই মেয়ে হওয়ার খবরটি ভিডিওতে জানান তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। যেখানে তরুণ নায়ক আদর আজাদ ও শিপন মিত্রের সঙ্গে অভিনয় করেছেন মাহি।

নতুন প্রেমে পড়েছেন সামান্থা!