প্রধানমন্ত্রীকে বাইডেনের চিঠি প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি প্রদান করায় অনেকের মনে নানারকম যে প্রশ্ন ছিল সেটির নিরসন হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে ব্রাসেলস সফরসহ চলমান বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান মন্ত্রী।

জো বাইডেনকে অভিবাদন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই চিঠির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রায় উপনীত হবে।

এ সময় ব্রাসেলস সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, মাত্র এক সন্ধ্যা এবং এক দিনে ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও দুই ইউরোপিয়ান কমিশনারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছি। সেখানে বিভিন্ন ধরনের সংকট নিয়ে আলোচনা হয়েছে। যার মাধ্যমে ইইউর সঙ্গে বাংলাদেশের বিদ্যমান পার্টনারশিপ আরও শক্তিশালী ও বহুমুখী হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

হাছান মাহমুদ জানান, সফর চলাকালে দশটি দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।

বিজিপি সদস্যদের দ্রুতই ফিরিয়ে নিবে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী