জুমবাংলা ডেস্ক : রামুতে বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তিকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সাইয়্যিদ আবুল আলা (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেফতার যুবক শিবিরের রাজনীতি করেন। বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।
আটক সাইয়্যিদ আবুল আলা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি মৌলভীপাড়া এলাকার এহসান উল্লাহর ছেলে। তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রামু থানার ওসি (তদন্ত) এস এম মিজানুর রহমান জানান, বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট দিয়ে আসছিলেন আলা। বুধবার রাতে খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি মৌলভীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে তথ্য-প্রমাণসহ এসব কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্ধ করা হয়েছে।
আলা কক্সবাজার শহরে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার চালাতেন বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।