জুমবাংলা ডেস্ক : টকশোতে প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ার মামলায় শামসুজ্জামান দুদুকে জামিন দিয়েছে আদালত।
টকশোতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার মামলায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে জামিন দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বুধবার দুপুরে, চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত পরবর্তী হাজিরার দিন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার, এ মামলায় শামসুজ্জামান দুদুর জামিনের মেয়াদ শেষ হলে আজ চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দুদু বলেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছেন সেভাবে শেখ হাসিনা বিদায় হবেন।’ এই বক্তব্যের মাধ্যমে দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত এবং হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
গত ১৬ই সেপ্টেম্বর ডিবিসি নিউজের টক শো রাজকাহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন শামসুজ্জামান দুদু। তিনদিন পর চট্টগ্রামের আদালতে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম তার বিরুদ্ধে মামলা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।