জুমবাংলা ডেস্ক:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা কার্ড তৈরি করা হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশু-কিশোরদের আঁকা ছবি দিয়ে। সেখানে স্থান পেয়েছে দিনাজপুরের বাক ও শ্রবণ প্রতিবন্ধী আরিফা আক্তার আঁখির একটি ছবি। আর এতে খুশি হয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী আরিফা আক্তার আঁখিকে এক লাখ টাকার ঈদ উপহারের চেক পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৮ জুন) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সেই চেক আরিফা আক্তার আঁখির হাতে তুলে দিলেন হুইপ ইকবালুর রহিম এমপি।
এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম।
উপহারের চেক হাতে পেয়ে এবং তার আঁকা ছবি দিয়ে ঈদ কার্ড তৈরি করায় ইশারার ভাষায় আঁখি তার ছবি মনোনীত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। আঁখি তার আঁকা উপমহাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানের ঈদগাহ মিনারের ছবি সরকারপ্রধানের শুভেচ্ছা কার্ডে স্থান পাওয়ায় খুবই আপ্লুত।
আঁখির আঁকা ছবিতে দেখা যাচ্ছে, বিশাল মিনারের সামনে ঈদের নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে পাঞ্জাবি-টুপি পরা মানুষ।
এর মধ্যে কোলাকুলি চলছে, কেউ আবার কোরবানির গরু নিয়ে যাচ্ছে।
জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন (শ্রবণ প্রতিবন্ধী) আঁখি দিনাজপুর পৌর এলাকার পশ্চিম বালুয়াডাঙ্গার পুরাতন পুস্তক ব্যবসায়ী আনারুলের মেয়ে। সে দিনাজপুর বধির ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্রী।
আঁখির মা শাহানাজ পারভীন জানান, শিশুকাল থেকেই আঁখির পড়ালেখা ও ছবি আঁকার প্রতি আগ্রহ।
কিন্তু কথা বলতে ও শুনতে না পারায় তার স্বাভাবিক পড়াশোনা সম্ভব হয়নি।
তার আগ্রহ দেখে তাকে ভর্তি করা হয় দিনাজপুর বধির ইনস্টিটিউটে। পাশাপাশি একটি আর্ট স্কুলেও তাকে ভর্তি করা হয়।
শাহানাজ পারভীন বলেন, “আঁখির জন্মের পর কথা বলা ও শুনতে না-পারার কারণে বেশ কষ্ট পাচ্ছিলাম। কিন্তু মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিভা দেখে সেই কষ্ট দূর হয়ে গেছে।
আঁখির বাবা আনারুল ইসলাম বলেন, ‘ছবি আঁকার বিষয়টি মেয়ের নিজের পছন্দের। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, পরিবেশ, আকাশ, প্রকৃতিসহ বিভিন্ন বিষয়ে আঁখি ছবি আঁকতে পছন্দ করে। স্থানীয় পর্যায়ে ছবি আঁকার প্রতিযোগিতায় আঁখির অবস্থান থাকবেই। ছবি এঁকে অসংখ্য পুরস্কারও পেয়েছে আঁখি।
আপ্লুত আরিফা আক্তার আঁখি প্রধানমন্ত্রীর প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করে ইশারায় জানায়, একই সঙ্গে সে তার স্বপ্নকে আরো এগিয়ে নিতে চায়, বড় শিল্পী হতে চায়।
২৪ জুন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য ইকবালুর রহিম আঁখির বাসায় যান। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আঁখির আঁকা ছবি সংবলিত প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ড তার হাতে তুলে দেন তিনি। আজ বুধবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক তুলে দিলেন।
সংসদ সদস্য ইকবালুর রহিম বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোররা সমাজের বোঝা নয়, আঁখি সেটা প্রমাণ করেছে। তাদের মধ্যেও কোনো না কোনো প্রতিভা রয়েছে। আঁখি রাষ্ট্রীয় পর্যায়ে তার ছবি দিয়ে দিনাজপুরকে আলোকিত করেছে। আমরা দিনাজপুরবাসী তার কাছে কৃতজ্ঞ।
ঐতিহাসিক গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে ২০১৭ সাল থেকে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।