জুমবাংলা ডেস্ক : নীলফামারীর জলঢাকায় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য ঘর নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগে একজনের ১৫দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়, জলঢাকা উপজেলায় গৃহহীনদের জন্য ১৪১টি বাড়ি নির্মাণের কাজ চলছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বরাদ্দকৃত বাড়ি নির্মাণ কাজ শেষ হলেও শৌলমারী ইউনিয়নের গোপালঝাড় এলাকার ১৫টি বাড়ি নির্মাণ কাজে একটি মহল বাধা দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় ঘটনাস্থল থেকে বাবুল হোসেন(৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত বাবুল ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বাবুল নামে এক ব্যক্তির ১৫দিনের জেল প্রদান করা হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel