জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নোমান আহমদ নামে এক ইউনিয়ন পরিষদের মেম্বারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া ঘরে আগুন দেয়ার অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ওই উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মেম্বারের বিরুদ্ধে মামলা করেছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ফজলুল করিম চৌধুরী।
মামলা সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলায় ১১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুরে ১২টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। ওই এলাকার নাম দেয়া হয়েছে মুজিবপাড়া।
ওই পাড়ার ১২টি ঘরের মধ্যে একটি ঘর বরাদ্দ দেয়া হয়েছে খোরশেদা বেগম নামে একজনকে। কিন্তু খাতেবুন বিবি নামে এক নারী ঘরটি নিজের দাবি করে খোরশেদা বেগমকে ঘরে উঠতে নিষেধ করেন। বুধবার রাতে ঘরের মালিক খোরশেদা বেগমকে দেখে নেয়ার হুমকি দেন মেম্বার নোমান আহমদ। পরে বৃহস্পতিবার ভোররাতে খাতেবুন বিবিকে সঙ্গে নিয়ে মেম্বার নোমান আহমদ মুজিবপাড়ায় গিয়ে খোরশেদা বেগমের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যান। ওই সময় মুজিবপাড়ার বাকিদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, ঘটনার পর ইউনিয়ন পরিষদের মেম্বার নোমান আহমদ ও খাতেবুন বিবিকে পালিয়ে যেতে দেখেছেন ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ঘটনায় নোমান আহমদ ও খাতেবুন বিবিকে আসামি করে মামলা করা হয়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।