সাইফুল ইসলাম : প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পারিবারিক অনাবাদী জমিতে সবজি বাগান বাস্তবায়নের লক্ষ্যে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে মানিকগঞ্জের হরিরামপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
আজ দুপুরে হরিরামপুর উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহজাহান আলী বিশ্বাস।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: জহিরুল হকের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শামীমা আক্তার চায়না।
পরে, উপজেলার ২৫৬ জন কৃষকের মাঝে প্রত্যেক কৃষককে ৮ প্রকার সবজি বীজ ও বাগানের বেড়া, আন্ত:পরিচর্যা ও সার বাবদ ১৯৩৫টাকার চেক দেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহজাহান আলী বিশ্বাস জানান, জেলার ৬০ টি ইউনিয়নের মোট ১৯২০ জন কৃষক এই কৃষি প্রণোদনার সুবিধা পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



