Advertisement
জুমবাংলা ডেস্ক : লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানিয়েছেন, গতকাল শনিবার লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে তার চোখে অস্ত্রোপচার করা হয়।
আজ রবিবার দুপুরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। প্রধানমন্ত্রী লন্ডনে দলীয় কোনও কর্মসূচিতে অংশ নেবেন কিনা জানতে চাইলে ফারুক বলেন, প্রধানমন্ত্রী সময় দিলে অনুষ্ঠান হবে।
এদিকে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা রবিবার লন্ডন দুপুরে প্রধানমন্ত্রীর নামে বুকিং দেওয়া সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।