
জুমবাংলা ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য ফায়ার সেফটি কুশন হস্তান্তর করা হয়েছে।
আজ রবিবার (২৪ নভেম্বর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য ফায়ার সেফটি কুশন হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর নিকট ইউসিবি’র পক্ষ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য ফায়ার সেফটি কুশন হস্তান্তর করেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তাগণ।
অগ্নি দুর্ঘটনায় মানুষের নিরাপত্তায় ফায়ার সেফটি কুশন খুব কার্যকর ভূমিকা পালন করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধির জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ফায়ার সেফটি কুশন হস্তান্তর করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।