জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতারা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন তারা। প্রায় ৪০ মিনিট প্রধানমন্ত্রী ও অ্যাটকোর নেতাদের মধ্যে মতবিনিময় হয়।
অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর নেতৃত্বে সংগঠনের ১১ সদস্য দুপুরে গণভবনে যান। এ সময় টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অ্যাটকোর পক্ষ থেকে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী ছাড়া এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী (ডিবিসি চেয়ারম্যান), এশিয়ান টিভির ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, বাংলাভিশনের আব্দুল হক, বৈশাখী টেলিভিশনের টিপু আলম মিলন, আরটিভির মো. জসিম উদ্দিন, দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান, সময় টিভির আহমেদ জোবায়ের, এনটিভির আশফাক উদ্দিন আহমেদ, একুশে টিভির আবদুস সামাদ লাবু ও নাগরিক টিভির নাভিদ হক।
মতবিনিময় সম্পর্কে ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী টেলিভিশন মিডিয়াকে সত্যের পক্ষে থাকার কথা বলেছেন। চারদিকের গুজব এবং ভুল তথ্যকে প্রতিহত করতে বস্তুনিষ্ঠ ও সত্য ঘটনা প্রকাশের প্রতি তিনি আহ্বান জানান। শেখ হাসিনা বলেছেন, তার সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করে।
তিনি আরও বলেন, দেশে টেলিভিশন মিডিয়ার প্রসার বাড়ানোর জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। কারণ তিনি ১৯৯৬ সালে প্রথমে টিভি মিডিয়া শুরু করেন। ফলে এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
ডিবিসির চেয়ারম্যান বলেন, অ্যাটকোর পক্ষ থেকে কেবল নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজড করার অনুরোধ জানিয়েছি। আমরা বলেছি, সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশনের সঙ্গে সংগতির জন্য আমাদেরও ডিজিটালাইজ সিস্টেম সময়োপযোগী। প্রধানমন্ত্রী এসব বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন।
এশিয়ান টিভির ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, প্রধানমন্ত্রী একজন সাংবাদিকবান্ধব মানুষ। তিনি বলেছেন, মিডিয়ার স্বাধীনতায় তিনি বিশ্বাসী। মিডিয়াকে সত্য ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার কথা বলেছেন তিনি।
মতবিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিলে আর্থিক সহায়তার জন্য আবারও টেলিভিশনের মালিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের আমি আগেও বলেছি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আর্থিক সহায়তা দিতে। কই, আপনারা তো কেউ এগিয়ে আসেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।