জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
বিকেল সাড়ে পাঁচটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করতে পৌঁছান নরেন্দ্র মোদি। প্রথমেই দুই শীর্ষ নেতা একান্ত বৈঠকে বসেন। এ সময় দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কথা বলেন তারা। করোনা পরিস্থিতির কারণে এক বছর দেরিতে এ বৈঠকটি অনুষ্ঠিত হলো।
পরে, দুই প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। এ সময়, দু’দেশের নানা কূটনৈতিক বিষয় টেবিলে উপস্থাপিত হয়েছে বলে জানা গেছে। পরে, যৌথভাবে দুই সরকারপ্রধান ভার্চুয়ালি উদ্বোধন করেন ঢাকা-নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী রেল চলাচলসহ বেশ কয়েকটি প্রকল্পের।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool