জুমবাংলা ডেস্ক : মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে দেশের একজন মানুষও অনাহারে থাকবে না। তিনি অসচ্ছল, কর্মহীন মানুষের দোড়গোড়ায় খাদ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন।

মন্ত্রী বুধবার সকালে তার নির্বাচনী এলাকা পিরোজপুর-১ পৌর এলাকায় নিজ তহবিল থেকে ত্রাণ বিতরণ ও জনসাধারনের মাঝে স্বল্পমূল্যে টিসিবির মালামাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন।
তিনি বলেন, ৫০ লক্ষ মানুষের খাদ্য সহায়তা প্রদান এর কার্যক্রম ইতিপূর্বে শুরু হয়েছে এবং নতুন করে আরও ৫০ লক্ষ মানুষের তালিকা তৈরি করা হচ্ছে। ৩ বছর পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। পিরোজপুর-নাজিরপুর ও স্বরূপকাঠী উপজেলার ২টি পৌর এলাকা ও ২৬টি ইউনিয়নের ২৫২ টি ওয়ার্ডের কর্মহীন, অসচ্ছল মানুষের মাঝে আরও ১৫ হাজার প্যাকেট বিতরণ শুরু হল।
মন্ত্রী বলেন, দেশের একখন্ড জমিও যাতে অনাবাদি না থাকে তার ব্যবস্থা করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা প্রতিরোধে আমাদের আরও সচেতন হতে হবে।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


