সোমবার (১১ জানুয়ারি) নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। একইসঙ্গে জব্দ করা হয় ধারণকৃত ভিডিওসহ মোবাইলটি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, উপজেলার ওই গৃহবধূর স্বামী বিদেশে কর্মরত ছিলেন। এ সুযোগে বাঘুটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ইমাদুল ইসলাম ওরফে ইবাদ ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলে। চার মাস আগে ওই নারীর স্বামী দেশে ফিরে আসলে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন। যে কারণে ওই নারী ইমাদুলের সঙ্গে সম্পর্ক ছেদ করে। এতে ক্ষিপ্ত হয় ইমাদুল।
এরপর গত ৬ জানুয়ারি উপজেলার নূরবাগ এলাকায় ওই নারীর গতিরোধ করে ইমাদুল। এরপর সন্তানকে হত্যার হুমকি দিয়ে ওই নারীকে নওয়াপাড়া রেলবস্তির জনৈক মকবুলের ঘরে নিয়ে যায়। সেখানে ওই নারীকে জোরপূর্বক বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এরপর সম্পর্ক না রাখলে ওই ভিডিও ফেসবুকসহ অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
অভিযোগ পেয়ে ইমাদুল ইসলামকে আটক করে পুলিশ। একই সঙ্গে তার কাছ থেকে ধারণকৃত ভিডিওসহ মোবাইলটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে জানতে অভয়নগর থানার ওসি তাজুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
তবে এ বিষয়ে অভয়নগর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ইমাদুল ইসলমাকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের সত্যতা জানতে তদন্ত শুরু হয়েছে। ফলে আগে ভাগেই আটকের বিষয়টি বলা যাবে না।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.