সেনাবাহিনীর সিগন্যাল কোরের সদস্যদের প্রযুক্তিগত সক্ষমতা, গবেষণা ও পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল যশোর সেনানিবাসে অনুষ্ঠিত কোর অব সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালসের সদস্যদের স্মরণ করে বলেন, “দেশ ও জাতি গঠনে কোর অব সিগন্যালস-এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। দেশমাতৃকার সেবায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়িত। সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশগঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, এসটিসিঅ্যান্ডএস। এ ছাড়া অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সব সিগন্যাল ব্রিগেডের কমান্ডার, সিগন্যাল ইউনিটের অ্যালায়ক এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
সেনাপ্রধানের এই বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে, কোর অব সিগন্যালসের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণে বিনিয়োগ এবং তাদের পেশাগত মান উন্নয়নের মাধ্যমে দেশের নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে অবদান বাড়ানো হবে।
আইএসপিআর জানিয়েছে, গত ৯ নভেম্বর এসটিসিঅ্যান্ডএস এ কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। যশোর সেনানিবাসে শহীদ আবদুল হামিদ প্যারেড গ্রাউন্ডে যথাযোগ্য সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী কোর অব সিগন্যালসের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে জ্যেষ্ঠতম অফিসার এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার ‘কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন। এ সময় একটি চৌকশ দল নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে গার্ড অব অনার প্রদান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



