জুমবাংলা ডেস্ক : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সরকারি কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে একজন শিক্ষক ও একজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব মোজাফফর হোসেন।
জানা যায়, সম্প্রতি বাংলা প্রথম পত্র পরীক্ষার শুরুর মাত্র আধা ঘণ্টা আগে বড়ভিটা ফাজিল মাদরাসার গ্রন্থাগার সহকারী শিক্ষক মোজাহেদুল ইসলাম এবং জলঢাকার গাবরোল এলাকার খতিমুল ইসলামের ছেলে রোকনুজ্জামান মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে সমাধান করান। পরবর্তীতে সেই সমাধান পরীক্ষার্থীদের দেওয়ার চেষ্টা করলে তাদের হাতেনাতে আটক করা হয়।
মোজাহেদুল ইসলাম হলেন বড়ভিটা ফাজিল মাদরাসার অধ্যক্ষ অহেদুল ইসলামের ছেলে।
ঘটনার পর কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা ও কিশোরগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের সচিব মোজাফফর হোসেন এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার আটক দুজনকে নীলফামারী আমলি আদালত-৪ এ হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে প্রশ্নপত্রের সমাধানকারী মূল ব্যক্তি এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তে তৎপর রয়েছে।
এ বিষয়ে কেন্দ্র সচিব মোজাফফর হোসেন বলেন, এ ধরনের অপরাধ শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি। আমরা কঠোর নজরদারির মাধ্যমে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। ভবিষ্যতে যাতে এ রকম অপরাধ প্রবণতা না ঘটে সে বিষয়ে সোচ্চার আছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।