আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের কারণে ভারতজুড়ে লকডাউন চলছে। দেশজুড়ে গণপরিবহন বন্ধ। এ অবস্থায় প্রসব বেদনা নিয়ে সাত কিলোমিটার হেঁটে একটি ডেন্টাল ক্লিনিকে সন্তান জন্ম দিয়েছেন এক তরুণী।সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটে।- এনডিটিভি
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০ বছর বয়সী ওই তরুণী ওই ক্লিনিকে এক পুত্র সন্তানের জন্ম দেন। ডেন্টিস্ট ডা. রামিয়া এন জানিয়েছেন, তরুণী সকাল ৯টা নাগাদ তার স্বামীর সঙ্গে বিদ্যারানাপুরার ডেন্টাল ক্লিনিকে যান। সেই সময় ক্লিনিকে তিনি ছিলেন না। তার সহকারী ছিলেন। ডাক্তারের কথায়, অনেকটা রাস্তা হেঁটে ওই তরুণী বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ক্লিনিকে পৌঁছানোর ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই তিনি একটি প্রি-ম্যাচিওর সন্তানের জন্ম দেন।
ডা. রামিয়া আরও বলেন, সন্তানের জন্ম দিয়েই অজ্ঞান হয়ে পড়েন তরুণী। নবজাতক শিশুটির বাবা ভেবেছিলেন শিশুটি মারা গেছে। এ অবস্থায় শিশুটিকে কাপড়ে জড়িয়ে রাখেন তিনি। প্রায় ২০ মিনিট পর তিনি ও তার স্বামী ডা. হিমানিশ সেখানে যান।
তিনি বলেন, আমরা গিয়ে দেখি বাচ্চাটা বেঁচে আছে। আর দেরি না করে বাচ্চা ও তার মায়ের চিকিৎসা শুরু করি। তাদের প্রাথমিক চিকিৎসার পর মাল্লেস্বরমের কেজি জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে দিই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।