প্রস্রাবের গন্ধ শুঁকে ক্যানসার শনাক্ত করবে পিঁপড়া

প্রস্রাবের গন্ধ শুঁকে ক্যানসার শনাক্ত করবে পিঁপড়া

আন্তর্জাতিক ডেস্ক: খুব শিগগিরই হয়তো পিঁপড়া আমাদের জন্য সবচেয়ে সহজলভ্য এবং নির্ভুল বায়োডিটেক্টর অর্থাৎ জৈব উপাদান শনাক্তকারী হিসেবে কাজ করতে শুরু করবে। এমন সম্ভাবনার কথা শুনিয়েছেন ফ্রান্সের সোরবন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা দাবি করেছেন, সম্প্রতি এক গবেষণা তারা দেখতে পেয়েছেন, পিঁপড়া মূত্রের উপাদান থেকে ক্যানসারের উপাদান আলাদা করে চিহ্নিত করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞান সাময়িকী সায়েন্স এলার্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিঁপড়া মানুষের জন্য বায়োডিটেক্টর হিসাবে কাজ করে জীবন বাঁচাতে সাহায্য করতে পারবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। তাদের শক্তিশালী ঘ্রাণ বোধ জৈবিক নমুনা থেকে সূক্ষ্ম আণবিক পার্থক্য চিহ্নিত করতে সহায়তা করে। যা শনাক্ত করার জন্য আমাদের ব্যয়বহুল সরঞ্জাম ও প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

বিষয়টি নিয়ে আচরণবিদ্যার গবেষক ও সোরবন বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্যাপটিস্ট পিকরেট ও তার সহকর্মীরা। এই নিয়ে প্রকাশিত এক নিবন্ধে তারা লিখেছেন, ‘পিঁপড়া মানুষের টিউমার কোষ সনাক্তকরণের ক্ষেত্রে দ্রুত, দক্ষ, সহজলভ্য হাতিয়ার হওয়ার ইতিবাচক সম্ভাবনা দেখিয়েছে।’

ক্যানসার এখনো বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত। ২০২০ সালেও বিশ্বজুড়ে ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ ক্যানসার আক্রান্ত হয়েছে। ক্যানসারের ক্ষেত্রে যত দ্রুত শনাক্ত করা যায় রোগীদের পুনরুদ্ধারের সম্ভাবনা তত বেশি। তবে বর্তমান শনাক্তকরণ পদ্ধতি অনেক ব্যয়বহুল হওয়ায় রোগীরা সহজেই পরীক্ষা করতে চান না।

তাই গবেষকরা পিঁপড়াকে ক্যানসারে বায়োডিটেক্টর হিসেবে ব্যবহার করার সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু করেন। তারা এ লক্ষ্যে ৩৫টি শক্ত খোলসবিশিষ্ট পিঁপড়াকে প্রশিক্ষণ দেন। পরে পিঁপড়াগুলোকে ল্যাবের ইঁদুরের মূত্র থেকে আণবিক কণাগুলো আলাদা করতে দেন এবং সফল হন। তারই পরিপ্রেক্ষিতে গবেষকরা আশা করছেন শিগগিরই হয়তো পিঁপড়া ব্যবহার করে মূত্র থেকে ক্যানসারের উপাদান শনাক্ত করা সম্ভব হবে।

পেঁয়াজ দিয়ে কেনা যাচ্ছে সাবান, শ্যাম্পু, বিস্কুট! সুপার শপে লম্বা লাইন