বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : 2024 সালের শুরুর দিকে টেক ব্র্যান্ড ওপ্পো পাশের দেশ ভারতে তাদের ‘রেনো 11’ সিরিজের ফোন লঞ্চ করে যাত্রা শুরু করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OPPO Reno 11 5G এবং OPPO Reno 11 Pro 5G নামের দুটি ফোন পেশ করা হয়েছিল। এর মধ্যে OPPO Reno 11 5G ফোনের প্রাইস কাট ঘোষণা করে কোম্পানির ফোনটির দাম কমিয়ে দিয়েছে। এই ফোনের নতুন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হলো।
OPPO Reno 11 5G ফোনের দাম
মডেল লঞ্চ প্রাইস প্রাইস কাট নতুন দাম
8GB RAM + 128GB Storage ₹29,999 ₹2000 ₹27,999
8GB RAM + 256GB Storage ₹31,999 ₹2000 ₹29,999
OPPO Reno 11 5G ফোনের স্পেসিফিকেশন
6.7″ 120Hz AMOLED Screen
MediaTek Dimensity 7050
50MP+32MP+8MP Rear Camera
32MP Selfie Camera
5,000mAh Battery
67W SUPERVOOC Charging
ডিসপ্লে: রি ফোনে 6.7 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট, 20:9 আসপেক্ট রেশিও, 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন, 950 নিটস পীক ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনের ভারতীয় মডেলে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7050 চিপসেট যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে মালী জি68 mc4 জিপিইউ রয়েছে।
ক্যামেরা: OPPO Reno 11 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর, 32 মেগাপিক্সেল Sony IMX709 টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ডুয়েল সিম 5G, এনএফসি, ব্লুটুথ 5.3, আইআর ব্লাস্টার এবং ওয়াইফাই 6 এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।
সিকিউরিটি: OPPO Reno 11 ফোনে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।
ওজন এবং ডায়মেনশন: OPPO Reno 11 ফোনটির ওজন এবং ডায়মেনশন যথাক্রমে 182 গ্রান এবং 162.4x 74.3 x 7.99~ 8.04 এমএম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।