বিনোদন ডেস্ক : ভারতের ২৮ বছরের তরুণ সিধু মুসে ওয়ালার ((Sidhu Moose Wala) মৃত্যুর খবর সকলকে চমকে দিয়েছিল। তাঁর মৃত্যুর পরই হুমকি চিঠি এসে পৌঁছেছে বাণিজ্য নগরীতে। বলিউডের ভাইজান ওরফে সালমান খানকে দেওয়া হয়েছে প্রাণ নাশের হুমকি চিঠি। এমনই খবর চলছে মিডিয়া পাড়ায়। ছাড় পাননি সালমান খানের বাবা সেলিম খানও। এরপর থেকেই পেজ থ্রি-র খবরে চর্চার আলোয় চলে এসেছেন সালমান।
সোমবার তাঁকে দেখা যায় মুম্বই বিমানবন্দরে (Salman At Mumbai Airport)। সালমানকে ঘিরে থিক থিক করছে নিরাপত্তারক্ষীরা। বিমানবন্দরে গাড়ি ঢুকতেই সেখান থেকে প্রথমে নেমে আসেন এক পুলিশ অফিসার। তারপর সালমানকে গাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়। সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত নিরপত্তারক্ষী শেরা। হুমকির মুখে কী তাহলে মুম্বই ছাড়লেন ভাইজান? গোটা দিন ধরে চলছিল এই জল্পনা। অবশেষে বিকেল গড়িয়ে সন্ধ্যে হতেই সামনে চলে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য।
ভাইজানকে দেওয়া হুমকি চিঠি ঘিরে যখন তোলপাড় গোটা দেশ তখন প্রথম সারির এক সংবাদ সংস্থা সুত্রে জানা গেল মুম্বই পুলিশের কাছে সালমান খান বয়ানে জানিয়েছেন, তিনি কোনও রকম হুমকি ফোন বা চিঠি পাননি। সেগুলো অনেক আগের ঘটনা। সোমবার সালমান খান ও তাঁর বাবা সেলিম খান দুজনের বয়ানই রেকর্ড করে মুম্বই পুলিশ।
সোমবারই সলমানের গ্যালাক্সিতে হানা দেয় সিবিআই। ঘুরে দেখেন অভিনেতার অ্যাপার্টমেন্ট। প্রত্যেকদিন সকালে নিজের বডিগার্ডদের নিয়ে হাঁটতে বের হন সলমান। সেখানে একটি নির্দিষ্ট জায়গায় বিরতি নেন সলমান। সেখানেই অভিনেতার হাতে আসে একটি চিঠি। যা খুঁজে পায় সলমনের নিরাপত্তারক্ষীরা। যেখানে লেখা ছিল “তোর অবস্থাও মুসেওয়ালা-র মতো করে দেব।”
প্রসঙ্গত,এর আগে ২০১৮ সালে লরেন্স বিষ্ণোই জেল থেকে সালমান খানকে হ ত্যা র হুমকি দিয়েছিলেন! লরেন্স বিষ্ণোই বিতর্ক সালমান খানের কৃষ্ণসার হরিণ মামলার সঙ্গে যুক্ত। লরেন্স বিষ্ণোই নাকি ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সেই কারণেই সলমান খানের উপর বেজায় চটে যান এই সুপারি কিলার। লরেন্স নাকি রেডিও ছবির শ্যুটিং চলাকালীন সলমান খানকে (Salman Khan) মারার ছকও কষেছিলেন। কিন্তু ,সেই সময় লরেন্স নাকি তাঁর মন পসন্দ অস্ত্র খুঁজে পাননি সৌভাগ্যবশত বেঁচে যান ভাইজান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।