সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা তাদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করে এবং বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে এই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হলো।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে স্থগিতাদেশ কার্যকর হবে। রোববার (৭ ডিসেম্বর) হতে সারা দেশে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের নৈতিকতা, মানবিকতা ও সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত করা হলো।
‘প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য ৩ দফা দাবি আদায়ে বাস্তবায়ন পরিষদ’ এবং ‘সংগঠন ঐক্য পরিষদ’-এর পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হচ্ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
অর্থাৎ, বদলি আদেশ ও শোকজের মধ্যেও শিক্ষক নেতারা আপাতত শিক্ষার্থীদের পরীক্ষার কথা মাথায় রেখে আন্দোলনে বিরতি দিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



