জুমবাংলা ডেস্ক: জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) গোলাম মো. হাসিবুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৩১ অক্টোবর থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।
হাসিবুল আলম এর আগে পটুয়াখালী জেলার ডিসি, ইআরডির যুগ্ম-সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া হাসিবুল ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। নীলফামারী জেলার এই কৃতি সন্তান রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র নির্বাহী কমিটির সদস্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


