আন্তর্জাতিক ডেস্ক : আগামী অক্টোবরে চার দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন ব্রিটেনের ডিউক এবং ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। পাকিস্তানের ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৪ থেকে ১8 অক্টোবর পাকিস্তান সফরে আসবেন প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন। প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রীর এটিই প্রথম পাকিস্তান সফর।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল বলেন, এই রাজকীয় জুটির সফরের অপেক্ষায় আছে পাকিস্তান ও তার জনগণ। তিনি বলেন, যুক্তরাজ্য ও পাকিস্তানের গভীর আন্তরিক সম্পর্ক রয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করতে এই সফর আরেকটি সুযোগ এনে দেবে বলে তিনি মনে করেন।
জানা গেছে, দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটিতে সফরে যাওয়ার আগে লন্ডনে আগা খান সেন্টারে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তারা। প্রিন্স কারিম আগা খান ওই অনুষ্ঠানের আয়োজক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।