Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
উত্তরপ্রদেশে ভূমি বিরোধে নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পুলিশ তাকে বাধা দেয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানায়, ১৭ জুলাই উত্তরপ্রদেশে সনভাদ্রায় ভূমি বিরোধে নিরাপত্তা বাহিনী ও গ্রামপ্রধানের সঙ্গীদের গুলিতে ১০ জন ব্যক্তি নিহত হয়। তাদের পরিবারের সঙ্গে শুক্রবার নেতা-কর্মীদের নিয়ে সনভাদ্রায় যাচ্ছিলেন প্রিয়াঙ্কা।
ঘটনার পর থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এর ফলে ৪ জনের বেশি মানুষ সেখানে জড়ো হতে পারবেন না। কিন্তু প্রিয়াঙ্কা তা ভঙ্গ করায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।