
স্পোর্টস ডেস্ক: করোনার ধাক্কায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর স্থগিত না হয়ে গেলে, অনেক তরুণ প্রতিভাকেই আরও বিকশিত হতে দেখা যেত। তাদের মধ্যে অন্যতম ছিলেন পাঞ্জাব কিংসের শাহরুখ খান।
ঘরোয়া পারফরম্যান্সের সুবাদেই আইপিএলে ডাক পেয়ে যান চেন্নাইয়ের ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান শাহরুখ। ৫ কোটি ২৫ লক্ষ টাকায় প্রীতি জিন্তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস দলে নেয় তাকে। ৮ ম্যাচে ১০৭ রান করা শাহরুখ চেষ্টা করেন দামের সুবিচার করতে।
দিন চারেক আগে শাহরুখ একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, হোটেলের রুমে তিনি একান্তে একটি ছবি তুলেছেন প্রীতির সঙ্গে। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ক্রিকেটার।
শাহরুখ সেই ছবিতে ক্যাপশন দেন, “Naina, 1 2 3 tinggg”। আর এদিকে নয়না নামটা দেখেই ফ্যানরা এই ছবিতে ‘কাল হো না হো’ কানেকশন পান।
প্রসঙ্গত, ২০০৩ সালে কিং খান ও প্রীতি অভিনীত ‘কাল হো না হো’ সুপার-ডুপার হিট হয়েছিল। ছবিতে প্রীতির চরিত্রের নাম ছিল নয়না ক্যাথরিন কাপুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



