বিনোদন ডেস্ক : ভেঙে যাচ্ছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির তৃতীয় সংসার। বেশ কিছুদিন ধরে এ নিয়ে চলছে নানা জল্পনা। এর মধ্যে প্রকাশ্যে এসেছে শ্রাবন্তীর পুত্র অভিমন্যুর প্রেমের সম্পর্ক। অভিমন্যু নিজেই তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে এ খবর জানান। দামিনি ঘোষ নামে একজন উঠতি মডেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিমন্যু।
এদিকে দামিনি ঘোষকে নিয়ে রাজস্থানে বেড়াতে গিয়েছিলেন অভিমন্যু। কোনোরকম রাখঢাক না করে ‘ট্রাভেল ডায়েরিজ’ থেকে প্রেমিকার সঙ্গে তোলা ঘনিষ্ঠ একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেন—‘আমার সাম্রাজের রানী।’ এতে দামিনি মন্তব্য করেন—‘জান।’। বিষয়টি নেটিজেনদের নজড়ে আসতেই শুরু হয় বিতর্ক। ছেলের জন্য শ্রাবন্তীকে কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনরা।