বিনোদন ডেস্ক : বড়দিন উপলক্ষে একটি গানের ভিডিও করতে বসে এক যুগল। গিটারের সঙ্গে প্রেমিকের গানের তালে তাল মেলাতে বসেন প্রামিকা। কিন্তু সে সময় ঘটে এক ভয়ংকর ঘটনা। হঠাৎ পেছনে চুলে লেগে যায় আগুন।
বুধবার (৩০ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে স্পেনের মাদ্রিদে।
ঘটনা যে কখন দুর্ঘটনায় পরিণত হয়, তা কেউ বলতে পারে না। সুখের মুহূর্তটি চোখের পলকে দুঃখের কারণ হয়ে যেতে পারে। আর সে ব্যাপারটি ২০২০ সাল খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে। ঠিক এমন একটি দুর্ঘটনা ঘটেছে ব্রিটেনের বংশোদ্ভূত ২৭ বছরের এক গায়িকার সঙ্গে।
প্রেমিকের সঙ্গে গলা ছেড়ে গান গাইতে গিয়েছিলেন তিনি। সেজেগুজে বসেছিলেন ক্যামেরার সামনে। কিন্তু পেছনে হঠাৎ সাধের চুলে ধরে যায় আগুন। আর এ ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোফিয়া এলার। শেয়ার করার পর সেই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায়।
লন্ডনে জন্ম হলেও প্রেমিক আলভারো সোলারের সঙ্গে মাদ্রিদে থাকেন সোফিয়া। সেখানেই সুন্দর করে ঘর সাজিয়ে বড়দিনের ভিডিও তৈরি করতে বসেছিলেন তিনি। খোলা চুলে পরেছিলেন সাদা জাম্প স্যুট। আলভারোই গিটারের সঙ্গে ছন্দ মিলিয়ে গান শুরু করেন।
প্রেমিকের সঙ্গে গানে তাল মেলাতে গিয়ে পেছনের দিকে বেশিই হেলে যান সোফিয়া। পেছনে রাখা মোমবাতির আগুন লেগে যায় তার চুলে। আগুন দেখতে পেয়ে প্রথমে হতবাক হয়ে যান আলভারো। সঙ্গে সঙ্গে তা নেভাতে যান। আগুন লেগেছে টের পেয়েই ছুটে ক্যামেরা থেকে বেরিয়ে যান সোফিয়া। তাতে শ্যাম্পেনের গ্লাসটিও পড়ে যায়।
ভিডিওটি শেয়ার করে মজা করে সোফিয়া আবার লিখেছেন, ‘২০১৯ সালে আমরা ভালোই ছিলাম, ২০২০ সালে আগুন ধরল আর গ্লাসও ভাঙল। স্বাগত ২০২১’
গায়িকার এই ভিডিও দেখে কেউ তাকে নিয়ে চিন্তা করেছেন, কেউ আবার হাসিতে ফেটে পড়েছেন। জানিয়েছেন, কতটা অধীর আগ্রহে তারা নতুন বছরের জন্য অপেক্ষা করে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



