বিনোদন ডেস্ক : এ মুহূর্তে সিনেমা থেকে সরে দাঁড়ানোর কথায় চেতে গেছেন নির্মাতা। এমন সময়ই এক নতুন তথ্য এলো নেটিজেনদের নজরে। যশ-এনাকে নিয়ে নাকি সমস্যা আছে নুসরাতের, আর সেই কারণেই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন ঈশানের বাবা!
যশের এ আচরণে জলঘোলা কম হয়নি। কীভাবে একজন নায়ক নিজের ছবি মুক্তির কয়েকদিন আগেই এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ছবির প্রিমিয়ারেও থাকবেন না যশ। বিভিন্ন মহলে চর্চা হচ্ছে নুসরাতের কারণেই নাকি ‘চীনে বাদাম’ থেকে সরেছেন যশ। নুসরাত নাকি এনা আর যশের সম্পর্ক নিয়ে আপত্তি তুলেছেন! যদিও এ দাবি মানতে নারাজ এনা।
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এসব ভিত্তিহীন খবর। সারাক্ষণ নুসরাতের সঙ্গে কথা হয় এনার। দরকারে পরামর্শও নেন। তাই এ রকম হওয়া সম্ভব নয়।
এদিকে শেষ মুহূর্তে এসে ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’ কারণ দেখিয়ে ‘চিনে বাদাম’ থেকে সরে দাঁড়ান যশ। এদিকে চলতি সপ্তাহের শুক্রবারেই ছবি মুক্তির কথা রয়েছে।
এদিকে এসব বিতর্কের মাঝে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করেছেন নুসরাত। রবিবার সারা দিন কী করলেন তারাই একতি ভিডিও।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




