জুমবাংলা ডেস্ক : ফেসবুকে অল্পদিনের পরিচয়ের সূত্র ধরে প্রেম এবং পরবর্তীতে বিশেষ সম্পর্ক। তরুণী মিতু’র (ছদ্মনাম) ভাবনাতেও সেসময় আসেনি, কী ভয়ঙ্কর দুঃস্বপ্ন অপেক্ষা করে আছে তার জন্য।
সম্পর্কের বয়স বছর না ছুঁতেই একপর্যায়ে ব্রেকআপ (সম্পর্কচ্ছেদ) এবং মিতু’র সকল বিশ্বাসকে ভেঙে দিয়ে সাবেক প্রেমিক তাদের বিশেষ মুহূর্তের একটি ভিডিও পাঠিয়ে তার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি কর। সঙ্গে থাকে চাহিদামতো টাকা দেওয়া না হলে এই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকিও।
ঘটনাস্থল চট্টগ্রামের রাউজান। প্রতারক প্রেমিক একই জেলার পটিয়া উপজেলাধীন বাকখালী গ্রমের মৃত কাজল বড়ুয়ার পুত্র নিউটন বড়ুয়া (২৮), ভিকটিম কলেজছাত্রী তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে রবিবার পুলিশের অভিযানে ধরা পড়ে যিনি এখন শ্রীঘরে।
ঘটনার বিবরণে জানা যায়, গ্রেপ্তারকৃত যুবক নিউটন ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক হওয়া সত্ত্বেও অবিবাহিত পরিচয় দিয়ে স্থানীয় এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ে করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কৌশলে ওই ছাত্রীর সঙ্গে বিশেষ সম্পর্কেও জড়ান তিনি। বছরখানেক এভাবে চলার পর একপর্যায়ে ভুক্তভোগী কলেজছাত্রী নিউটনের আগের বিয়ে এবং অনেক মেয়ের সঙ্গে তার অনুরূপ ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে তথ্য জানতে পারার প্রেক্ষিতে ব্রেকআপ হয়ে যায় তাদের।
ব্রেকআপ হওয়ার পর নতুন খেলায় মেতে ওঠেন নিউটন। কলেজ ছাত্রীর সঙ্গে তার বিশেষ সম্পর্কের ভিডিও ফেসবুকে ছেড়ে দিবেন বলে হুমকি দিয়ে তার কাছে টাকা দাবি করেন। দিশেহারা কলেজছাত্রীর পরিবার সম্মান রক্ষার তাগিদে নিউটনকে দেড় লাখ টাকা পরিশোধও করে। অবশেষে ভুক্তভোগী কলেজছাত্রীর মা বাদী হয়ে এ বিষয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করলে রবিবার সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে রাউজান পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে সেখানেও বেশ ক’জন নারীর বিবস্ত্র ছবি ও ভিডিও পাওয়া যায় মর্মে পুলিশ সূত্রে জানা যায়।
এ প্রসঙ্গে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম জানান, গ্রেপ্তারকৃত নিউটন বাস্তবে বিবাহিত এবং এক সন্তানের জনক হলেও তিনি নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে ওই কলেজ ছাত্রীর সঙ্গে ফেসবুকে প্রেম ও পরবর্তীতে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এছাড়াও তিনি কৌশলে এসব একান্ত মুহূর্তের ভিডিওচিত্র ধারণ করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী কলেজছাত্রীর পরিবারের নিকট থেকে দেড় লাখ টাকা আদায়ও করেন। এ সংক্রান্তে ভুক্তভোগীর মা বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করার পর আমরা তাৎক্ষণিক চিরুনি অভিযান চালিয়ে অভিযুক্ত নিউটনকে গ্রেপ্তার করি।
গ্রেপ্তারকৃত নিউটনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে মর্মেও জানান এই পুলিশ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।