জুমবাংলা ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে দুই ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারীকে আটক করেছে পুলিশ। রোববার উপজেলার পার্শ্ববর্তী থানা ধনবাড়ী থেকে তাদেরকে আটক করা হয়।
মধুপুর থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ৩০ জুন উপজেলার রাগামারী গ্রামের জনৈক গাজীউর রহমানের বাড়িতে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে পরিবারের লোকজনদেরকে নে*শাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বমোট ২ লাখ ৯৪ হাজার টাকার মালামালসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
এরপর থেকে মধুপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী আসামিদেরকে আটক করে। পরে এদের বিরুদ্ধে মধুপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী আসামিরা হলেন- জামালপুর জেলার ফতেপুর থানার মো. আলম আলীর ছেলে মো. সানোয়ার হোসেন (৩৫) ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার সাইতুল্লাহর ছেলে আমজাদ হোসেন (৪০)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।