লাইফস্টাইল ডেস্ক : কারও কারও প্রেমের সম্পর্ক আজীবন টিকে যায়,কারও কারও সম্পর্ক আবার মাঝপথেই থেমে যায়। আজকাল অনেকেরই আবার অনলাইনে প্রেমে পড়ার ঝোঁক বেড়েছে। অনলাইনে প্রেম, তার পর মেলামেশা, ঘনিষ্ঠতাও বাড়ে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই পরস্পরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন কেউ কেউ। ছিন্ন হয় সম্পর্ক!
সেক্ষেত্রে কোনও অপমান বা একে অপরের সঙ্গে দুর্ব্যবহার নয়,পারস্পারিক সম্মান রেখেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। তা না হলে আজীবন মনের মধ্যে ক্ষত বয়ে বেড়াতে হতে পারে। তবে সম্পর্কে বিচ্ছেদ চাই— এই কথা বলাটাও কিন্তু সহজ নয়। সুষ্ঠু ভাবে বিচ্ছেদ চাইলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। যেমন-
১. সম্পর্ককে যদি ‘বোঝা’ বলে মনে হয়, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। সম্পর্ক তিক্ততার পর্যায় চলে যাওয়ার আগে নিজেদের মধ্যে কথাবার্তা বলে বিষয়টি মিটিয়ে নিন। আপনি এই সম্পর্কে আর থাকতে পারছেন না সঙ্গীকে খুলে বলুন।
২. তিক্ততা দিয়ে সম্পর্ক শেষ করবেন না। সঙ্গীকে বুঝিয়ে বলুন, তার সঙ্গে কাটানো মুহূর্তগুলি সত্যিই সুখের ছিল। কিন্তু এখন আপনি সেই অনুভূতি পাচ্ছেন না।
৩. সম্পর্কে থাকাকালীন অনেক সময়ই একে অপরের প্রতি এক ধরনের অধিকারবোধ জন্মে যায়। কিন্তু বিচ্ছেদের পরে তেমন ঘনিষ্ঠতা থেকে যাওয়া মুশকিল। তাই কিছু বিষয়ে আপনার এবং তার নিজস্ব পরিধির ব্যাপারে সচেতন থাকাই ভাল।
৪. বিচ্ছেদের পর সঙ্গীর প্রতি অভিমান থাকতেই পারে। কিন্তু আরও পাঁচজনকে আপনার প্রাক্তনের ব্যাপারে কিছু বলা কখনই কাঙ্ক্ষিত নয়। সম্পর্ক থাকুক বা না থাকুক, পারস্পারিক সম্মানের জায়গাটি যেন সব সময়েই অক্ষুণ্ণ থাকে, সে কথা মনে রাখতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।