প্রেমে পড়লেই অন্ধ হয়ে যাই: কৃতি শ্যানন

কৃতি শ্যানন

সম্প্রতি জন্মদিন পালন করতে গ্রিসে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সঙ্গে ছিলেন বোন নূপুর শ্যানন। সম্পর্কের ক্ষেত্রেও বোনকে প্রাধান্য দেন কিনা সে কথাও জানান তিনি। গ্রিসে ছুটি কাটাতে যাওয়ার পর থেকেই নেটিজেনদের মাঝে শোনা যায় গুঞ্জন— নতুন প্রেমে পড়েছেন কৃতি শ্যানন।

কৃতি শ্যানন

বলিপাড়ায় বিয়েবিচ্ছেদের পালাবদল যেন একটু বেড়েই চলেছে। এই বিয়ে ভাঙাগড়ার মাঝেই একমাত্র প্রেমের আখ্যান তৈরি করেছেন কৃতি শ্যানন। তিনি লন্ডন নিবাসী শিল্পপতিকে মন দিয়েছেন। দেখা যায়, কখনো ‘গোপন’ প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয় একান্তে সময় কাটাচ্ছেন, আবার কখনো একসঙ্গে ধূমপান করতেও দেখা গেছে তাকে। যদিও নিজের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন এ অভিনেত্রী। কিন্তু নেটিজেনদের চোখে সবই পড়েছে।

সম্প্রতি আনন্দবাজারের পুরোনো সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল। সম্পর্কের ক্ষেত্রেও কি বোনের মতামত নেবেন— এ প্রশ্নের উত্তরে কৃতি শ্যানন বলেছিলেন, না। আমি এমন মনে করি না। কৃতির সঙ্গে সহমত ছিলেন না তার বোন নূপুরও। তিনি দিদির প্রেমিক কেমন হবে, সেই অনুমোদনই দেবেন বলে জানিয়েছিলেন।

কৃতি বলেছিলেন, বিষয়টি হলো— প্রেমে পড়লে আমি অন্ধ হয়ে যাই। অন্ধ না হলে বুঝতে হবে, ওটা আসলে প্রেমই নয়। কাকে পছন্দ বা কাকে পছন্দ নয়— বিষয়টি তেমন না। দশজনের থেকে অনুমতি নিয়ে আমি অন্তত কারও প্রেমে পড়ব না। তবে আমি চাইব— আমার পরিবারও যাতে সেই মানুষটাকে পছন্দ করে। সেই চেষ্টা আমি অবশ্যই করব।

অন্যদিকে কৃতির বোন নূপুর বলেন, কৃতি এখন পর্যন্ত দুজনের সঙ্গে সম্পর্কে থেকেছে। তাদের মধ্যে একজনকে আমার খুব ভালো লাগত। আর একজনকে একেবারেই পছন্দ না।

প্যারিস অলিম্পিকে ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

নূপুরের কথায় অনুমান করা যায়, কৃতির বর্তমান প্রেমিক কবীর বহিয়াকে জামাইবাবু হিসাবে বেশ পছন্দ হয়েছে।