Views: 366

বিনোদন

প্রেম-বিয়ে গোপন করা ইস্যুতে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন


বিনোদন ডেস্ক: ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবারের ভালোবাসা দিবসে ১৫টি নাটক প্রচার হয়েছে তার। এছাড়া রেকর্ড গড়েছে মেহজাবীন অভিনীত ‘শিল্পী’ নাটকটি। অল্প সময়ে কোটি ভিউয়ের ঘরে পৌঁছে গেছে নাটকটি।

এ নিয়ে উচ্ছ্বসিত মেহজাবীন। অনুভূতি ব্যক্ত করে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে নাটকটির কোটি ভিউ আমার ক্যারিয়ারে আরেকটি মাত্রা যোগ করল। তবে এ ঘটনা আমার একার জন্য আনন্দের তা নয়, পুরো টিমের জন্য, এমনকি ইন্ডাস্ট্রির জন্যও।’


বিভিন্ন সময় নানা ইস্যুতে ট্রলের শিকার হয়েছেন মেহজাবীন। ট্রল এক ধরনের সাইবার অপরাধ উল্লেখ করে মেহজাবীন বলেন, ‘যারা ট্রল করছে তাদের ধরে সাজা দিন। ট্রল নারী শিল্পী এবং তাদের পরিবারের ওপর প্রভাব ফেলে। যারা ট্রলের শিকার হন, তারা কষ্ট পান। তাদের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়।’

দেশীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রেম-বিয়ে নিয়েও কথা বলেন এ সুন্দরী। কেন বিনোদন অঙ্গনের অনেক নায়িকা প্রেম, বিয়ে গোপন রাখেন? এমন প্রশ্নের উত্তরে মেহজাবীন বলেন, ‘আমি বিয়ে করিনি, গোপনও রাখিনি। এর উত্তর আমি দিতে পারব না। এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। যদি কেউ দর্শকের কথা মাথায় রেখে এ ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত হবে ভুল। কারণ, আমাদের অঙ্গনে অনেকেই আছেন যারা বিয়ের পরও কাজ দিয়ে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে গেছেন।’

মেহজাবীন অভিনীত এবারের ভালোবসা দিবসের নাটকগুলো হলো— ‘মাজনু’, ‘লতা অডিও’, ‘আয় ফিরে আয়’, ‘কাজলরেখা’, ‘মধু সিং’, ‘লাভ বাই মিসটেক’, ‘আন এক্সপেক্টড মোমেন্ট’, ‘বিলোপ’, ‘বেস্ট ফ্রেন্ড ৩’, ‘নৈব নৈব চ’, ‘পান সুপারি’, ‘ভুলজন্ম’, ‘সিন্ধান্ত’, ‘গোলমরিচ’, ‘রেড বেল রেড’।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool


আরও পড়ুন

স্ত্রীর পর এবার চলে গেলেন সংগীতশিল্পী জানে আলম

Saiful Islam

‘মিস জার্মানি’ হলেন দুই সন্তানের মা

Shamim Reza

রাজনীতিতে শ্রাবন্তী, বিস্মিত স্বামী

Shamim Reza

মা-বাবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সারা!

Shamim Reza

এক চিত্রকর্ম বিক্রি করে জোলি পেলেন ৯৭ কোটি টাকা

Shamim Reza

দুই ছবি দিয়ে নায়িকা দীঘির অভিষেক

Shamim Reza