বিনোদন ডেস্ক : শোবিজ পাড়ায় সানিয়া সুলতানা লিজার প্রেমের গুঞ্জন বহুদিনের। সে কথা নিজ মুখে স্বীকারও করেছেন এই কণ্ঠশিল্পী। তবে কার সঙ্গে প্রেম করছেন তার নামটি গোপন রেখেছেন তিনি। লিজার ভাষ্য, ‘আমাদের দুই পরিবারই আমাদের সম্পর্ক প্রসঙ্গে জানে। তারাও এতে সম্মতি দিয়েছেন।’
তাহলে বলা যায় করোনার কারণে লিজার বিয়েটা ঝুলে আছে! সম্ভাবনা আছে চলতি বছর বিয়ের পিড়িঁতে বসবেন এই গায়িকা। তবে সেটাও নির্ভর করছে মহামারির ওপর।
লিজা বলেন, ‘সময়টা গত বছরের আগস্ট বা সেপ্টেম্বর হবে। তখনই আমরা সম্পর্কে গড়াই। আমি মনে করি, ম্যাচিউরড সব মানুষই কারো না কারো সঙ্গে সম্পর্কে জড়ায়। আমারও তাই। বিয়ে কবে হবে তা তো বলা যায় না! এটকু বলতে পারি, আমাদের বিয়ের সব কিছু রেডি করাই আছে। আমরা যেকোনো সময় বিয়ে করব। করোনা সিচ্যুয়েশন ঠিক হলেই আমরা সবাইকে আমাদের বিয়ের বিষয়ে জানাবো।’
তিনি আরও বলেন, ‘তার প্রসঙ্গে খুব বেশি বিস্তারিত বলবো না। শুধু বলি, সে আসলে গানের বাইরের মানুষ। তবে পরিচয় গান সূত্রেই। আর একটা বিষয় আমাদের দুই পরিবারই আমাদের সম্পর্ক প্রসঙ্গে জানেন। তাই চাইলেও হুট করে কিছু করার সুযোগ নেই। এই যেমন আজ ভালোবাসা দিবসেও তার সঙ্গে দেখা হয়নি। এটুকু বলে রাখি, আমি না জানিয়ে কিছু করবো না। সবাইকে নিয়েই জীবনের নতুন সুরে প্রবেশ করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।