আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অস্কারজয়ী নির্মাতা বং জুন-হো, অভিনেত্রী মুন সো রিসহ আড়াই হাজারেরও বেশি তারকা। পাশাপাশি তাকে বরখাস্ত, অভিশংসনের দাবিও তুলেছেন তারা।
কোরিয়া টাইমসের সূত্র অনুযায়ী, গত মঙ্গলবার রাতে হঠাৎ সামরিক আইন জারি করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় দক্ষিণ কোরিয়ায়। পরে বিক্ষোভের মুখে সামরিক আইন জারির ঘোষণা প্রত্যাহার করতেও বাধ্য হন প্রেসিডেন্ট। সেই থেকে অনিশ্চয়তায় চলছে দেশটির রাজনীতি।
ইতোমধ্যে প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে অভিশংসনের জোরালো দাবি তুলেছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে গত ৭ ডিসেম্বর ‘অপরাধী প্রেসিডেন্টকে সরান ও গ্রেপ্তার করুন’ শীর্ষক এক বিবৃতি দিয়েছে দেশটির ৭৭টি চলচ্চিত্র সংগঠন।
ওই বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন কং ডং উন, কিম গো ইউন, পার্ক ইউন বিনসহ আরও অনেক তারকা।
এ প্রসঙ্গে নির্মাতারা বলছেন, প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে বরখাস্ত করে বিশৃঙ্খলা দূর করা দরকার। বিবৃতিতে আরও বলা হয়েছে— আমরা জরুরি ভিত্তিতে তাকে বরখাস্ত, অভিশংসন ও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
অন্যদিকে সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে জাতির কাছে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।